Birbhum

Mar 17 2023, 19:14

রামপুরহাট মহকুমা শাসকের সাথে আইএনটিইউসি শ্রমিক সংগঠন নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ


সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন বীরভূম জেলা আইএনটিইউসি র পক্ষ থেকে রামপুরহাট মহকুমা শাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন শুক্রবার।উল্লেখ্য গত ৪ ই ফেব্রুয়ারি সিউড়ি রবীন্দ্র ভবনে আইএনটিইউসি র ১৯ তম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।সেখানে নতুন পুরাতন সহ মোট ৩১ জন সদস্যের নিয়ে নতুন জেলা কমিটি গঠন করা হয়।এরপর ৫ ই মার্চ এক অনুষ্ঠানের মাধ্যমে ১৯ তম প্লেনারী সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটির পদাধিকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা নেতৃত্ব।রামপুরহাট মহকুমা এলাকার দায়িত্বপ্রাপ্ত সেই সমস্ত শ্রমিক নেতৃত্ব সহ জেলা নেতৃত্ব একত্রে গিয়ে রামপুরহাট মহকুমা শাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বলে সংগঠন সূত্রে জানা যায়। সেই সঙ্গে রামপুরহাট এলাকার শ্রমিক সংগঠনের বিভিন্ন সমস্যা ,বিশেষত নলহাটি মুরারই এলাকায় পাথর খাদান, ক্র্যাসার এ কাজের ক্ষেত্রে সমস্যা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

এদিন মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন জেলা আইএনটিইউসি সভাপতি মৃণাল বসু, কার্যকরী সভাপতি পুলক রায় , জেলা সহ সভাপতি রথীন সেন, রামপুরহাট মহকুমা সভাপতি সত্যব্রত ভট্টাচার্য , রামপুরহাট বিধানসভা সভাপতি রাজ্জাক আলী,রামপুরহাট ব্লক সভাপতি উত্তিয় মুখার্জি, নলহাটি ব্লক আইএনটিইউসি সভাপতি আনারুল সেখ প্রমূখ নেতৃত্ব।

সাক্ষাৎকার পর্ব থেকে বেরিয়ে জেলা আইএনটিইউসি সভাপতি মৃনাল বসু জানান মহকুমা শাসকের সঙ্গে আমাদের শ্রমিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ করা হয়। পাশাপাশি এলাকার শ্রমিকদের নানান সমস্যার বিষয়ে আলোচনা হয়। তবে আগামী দিনে সময় করে আরো বিস্তারিত ভাবে আলোচনায় বসা হবে বলে মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন।

Birbhum

Mar 17 2023, 19:08

কম বয়সীদের গর্ভধারণ বিষয়ে সচেতনতা শিবির, রাজনগরে


বীরভূম:- রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং রাজনগর গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় কম বয়সীদের গর্ভধারণ বিষয়ে সচেতনতা শিবির আয়োজিত হয় শুক্রবার, রাজনগর ডাকবাংলো নজরুল মঞ্চে। কম বয়সী মেয়েদের বিশেষ করে আঠারো বছরের নীচে বিয়ে দেওয়া এবং কুড়ি বছরের আগে সন্তান ধারণ করলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। অল্প বয়সে গর্ভধারণ করার জন্য বেশ কিছু ক্ষেত্রে মায়েদের চরম সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। এসমস্ত বিষয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে স্থানীয় কম বয়সী মায়েদের নিয়ে বিশেষ শিবির আয়োজিত হয়। বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি আড়ি স্থানীয় সমস্ত স্বাস্থ্য কর্মীদের জনসংযোগ বাড়িয়ে সচেতনতার বার্তা গ্রামীন স্তরের প্রতিটি জায়গায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি আড়ি, প্রভিশনাল ডিএসপি শিল্পী পাল, রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত,বিএম ও এইচ ডাঃ তীর্থঙ্কর সিনহা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, চন্দ্রপুর থানার ওসি অভিষেক হালদার সহ অন্যান্যরা। এদিন অডিও ভিজুয়াল, নৃত্য ও লোকসংগীতের মাধ্যমে উপস্থিত সকলকে সচেতনতার বার্তা দেওয়া হয়।

Birbhum

Mar 17 2023, 10:24

*মেডিওয়েব অ্যাম্বুলেন্স পরিষেবা চালু,দুবরাজপুরে*


বীরভূম:- জরুরি পরিষেবায় কারও মুখাপেক্ষী না হয়ে সাধারণ মানুষের জন‍্য যে নিজস্ব উদ‍্যোগেও গুরুত্বপূর্ণ কাজ করা যায় তার প্রমাণ মিললো কাজের মধ্যে।স্থানীয় যুবাদের প্রয়াসেই বীরভূম জেলার দুবরাজপুর পৌর  এলাকায় চালু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা।দুবরাজপুর রঞ্জনবাজারের বাসিন্দা দীনবন্ধু মণ্ডল, মৃত্যুঞ্জয় মণ্ডল সহ বেশ কয়েকজনের উদ্যোগে দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারের পালকি অনুষ্ঠান ভবনের সামনে  এম্বুলেন্সের উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। 

এছাড়া  ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী সেখ নূর মহম্মদ সহ আরও অনেকে। এই এম্বুলেন্স পরিষেবা চালু করার জন্য দীনবন্ধু মণ্ডলের বন্ধু ভারতীয় সৈনিক শুভঙ্কর দাস এম্বুলেন্সটি দান করেছেন বলে জানা যায়। এ বিষয়ে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, খুব ভালো উদ্যোগ  উদ্যোক্তাদের। কারণ আমাদের দুবরাজপুরে ৫০ হাজার মানুষের বসবাস।

পৌরসভাতে একটি মাত্র এম্বুলেন্স রয়েছে।সেটা প্রতিনিয়ত রোগীদের দুর্গাপুর, বর্ধমান, কলকাতা নিয়ে যেতে হয়। যার জন্য সকলকে পরিষেবা দিয়ে উঠতে পারি না। তবে এরকম মানুষেরা এগিয়ে এসেছেন এবং এম্বুলেন্স পরিষেবা চালু করলেন খুব ভালো লাগছে। পাশাপাশি উদ্যোক্তা দীনবন্ধু মণ্ডল জানান, আমাদের এখানে অনেক গরিব মানুষ রয়েছেন। যাঁরা এম্বুলেন্সের জন্য হাসপাতালে যেতে পারেন না। তাই আমার একজন বন্ধু যিনি ভারতীয় সৈনিকে কর্মরত তিনি গরিব মানুষদের জন্য এই এম্বুলেন্স দিয়ে পাঠিয়েছেন।

Birbhum

Mar 16 2023, 15:50

আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বামফ্রন্ট কর্মীদের নিয়ে কর্মশালা,রামপুরহাটে


বীরভূম:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট বাজতে না বাজতেই মাঠে নেমে পড়েছে শাসক সহ বিরোধী রাজনৈতিক দলগুলো।বুথ স্তর থেকেই একপ্রকার ঘুটি বা রণকৌশল ঠিক করতে সমস্ত রাজনৈতিক দলগুলো ময়দানে ঝাপিয়ে পড়েছে।ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই যেন সমস্ত কিছু গোছানো হয়ে যায়।এদিকে কর্মীদের মনোবল ও চাঙ্গা হয়ে উঠবে,এলক্ষেই এগিয়ে নিয়ে যাচ্ছে রাজনৈতিক কর্মসূচি গুলি।অনুরূপ বৃহস্পতিবার বীরভূম জেলার রামপুরহাট মহকুমা এলাকার সিপিআইএম কর্মীদের নিয়ে রামপুরহাটে অনুষ্ঠিত হয় দলীয় কর্মশালা।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যেই মূলত রামপুরহাট মহকুমা এলাকার সিপিআইএম পার্টির কর্মীদের নিয়ে এদিনের কর্মশালা বলে দলীয় সূত্রে জানা যায়।এদিনের কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।এছাড়াও ছিলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক গৌতম ঘোষ,পলিটব্যুরোর সদস্য ডাঃ রামচন্দ্র ডোম, দীপঙ্কর চক্রবর্তী, সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।

Birbhum

Mar 15 2023, 17:24

এশিয়া বুক অফ রেকর্ডস কর্তৃক গ্রান্ড মাস্টার পুরস্কারে ভূষিত মুন্সি দরুদ


বীরভূম :- স্মার্টফোনের যুগে চিঠিপত্র লিখে সংবাদপত্রের পাতায় এবং রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে জায়গা করে নিয়েছেন বীরভূম পুলিশের হোমগার্ড মুন্সি দরুদ । বীরভূম জেলার লাভপুর ব্লকের কাজীপাড়া গ্রামের ভূমিপুত্র তিনি । মুন্সি দরুদের পিতা পল্লীকবি মহম্মদ ওয়ারেস, মাতা - রসুলা বেগম । পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খন্ড রাজ্যের দৈনিক সংবাদপত্রে মুন্সির অসংখ্য চিঠি প্রকাশ হয়েছে ।

তিনি চিঠি লিখেছেন ভারতের ৩১টি দৈনিক সংবাদপত্রে এবং অল ইন্ডিয়া রেডিও-আকাশবাণী, রেডিও জাপান, রেডিও তেহরানের অনুষ্ঠানে । গত দশ বছরে সংবাদপত্রে সর্বাধিক ৪৮৫ টি চিঠি প্রকাশিত হয়েছে এবং রেডিওতে ১০৫ টি চিঠি সম্প্রচারিত হয়েছে । আঠাশ বছরের এই তরুণ পত্রকার পোস্ট কার্ডেও অসংখ্য চিঠিপত্র লিখেছেন । তাঁর পত্রের অক্ষরে গ্রাম বাংলার কথা, দেশের উন্নয়ন ও সংস্কারের কথা উঠে এসেছে ।

লোকসংগীত : ভাদু, বাউল, কীর্তন, সত্যপীর, মর্ছিয়া, অপেরার গান তাঁর চিঠির তালিকায় স্থান পেয়েছে । গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে এমন বহু বিষয়ে চিঠি লেখার জন্য আলাদা পরিচিতি রয়েছে তাঁর । চিঠি লেখার সুবাদে ভারত সরকার অনুমোদিত ম্যাজিক বুক অফ রেকর্ড কর্তৃক ২৩শে ডিসেম্বর ২০২১ সালে পত্রকার হিসেবে জাতীয় রেকর্ড প্রাপ্ত হয়েছেন । ৩১শে জানুয়ারি ২০২২ সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুন্সির নাম পত্রকার হিসেবে রেকর্ড ভুক্ত হয় ।

এছাড়াও একাধিক রেকর্ডসের স্বীকৃতি রয়েছে তাঁর । সংস্থাগুলি স্বীকৃতি স্বরূপ তাঁকে ট্রফি, মেডেল, পেন, সার্টিফিকেট, ট্রফি ইত্যাদি দিয়ে সম্মান জানায় । অবশেষে এশিয়া বুক অফ রেকর্ডস কর্তৃক গ্রান্ড মাস্টার পুরস্কার পেলেন এই তরুন পত্র লেখক । স্বাধীন ভারতের ইতিহাসে বাঙালি পত্র লেখক হিসেবে মুন্সি দরুদ চিঠি লিখেই প্রথম রেকর্ড করেছেন । ভারতবর্ষের বাঙালি পত্র-লেখক হিসেবে তাঁর জনপ্রিয়তা রয়েছে ।

Birbhum

Mar 14 2023, 16:03

অবৈধ কয়লা পাচারের অভিযোগের ধৃত দুজন লোকপুর থানায়


বীরভূম:- অবৈধ বালি ও কয়লা পাচার রোধে জেলা পুলিশ তৎপর এতদসত্বেও অবৈধ পাচারকারী সক্রিয়। যার প্রেক্ষিতে অবৈধ ভাবে কয়লা,বালি পাচার অব্যাহত।পুলিশ ও থেমে নেই যার প্রেক্ষিতে প্রতিদিন প্রতিনিয়ত জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশের হাতে ধরা পড়ছে পাচারকারীরা কয়লা বালি গাড়ি সহ।

অনুরূপ মঙ্গলবার ভোররাতে লোকপুর থানার বাতাসপুর জঙ্গল থেকে কয়লা পাচারের অভিযোগে দুজনকে আটক করে লোকপুর থানার পুলিশ। জানা যায় ধৃতদের নাম জয়ন্ত দাস বাড়ি হাতিকাটা এবং স্যামুয়েল হেমব্রম বাড়ি কয়রাবুনি দুজনেই লোকপুর থানা অধীনে। উল্লেখ্য গত ৬ মার্চ ২ টন অবৈধ কয়লা সহ দুটি খালি গরুর গাড়ি আটক করা হয় সেই সাথে তিনজন ব্যক্তিকেও আটক করে লোকপুর থানার পুলিশ।

সেই কেসের অভিযোগে অভিযুক্ত পরে একজনকে আটক করা হয়। আজ মঙ্গলবার ভোররাতে উক্ত কয়লা কেসের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করে দুবরাজপুর আদালতে পাঠানো হয়।আদালত ধৃতদের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা গেছে।

Birbhum

Mar 14 2023, 14:51

পুলিশের পদক্ষেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রবেশ করে পরীক্ষা কেন্দ্রে


বীরভূম:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার্থী হতাশ,স্কুলের গেটে ঢুকতে গিয়ে দেখে এ্যাডমিট কার্ডটি ব্যাগের মধ্যে নেই। বাড়িতে ভূলবশত রয়ে গেছে।এনিয়ে ছাত্রটি দুশ্চিন্তার কবলে পড়ে।ডিউটিরত কাঁকরতলা থানার পুলিশের কাছে খবর পৌঁছতেই তড়িঘড়ি স্থানীয় থানার এএসআই আত্মারাম ঘোষ এ্যাডমিট না আনা ছাত্রটিকে মোটরবাইকে চড়িয়ে তার ঢলকুমড়ো বাড়িতে গিয়ে এ্যাডমিট সহ ছাত্রটিকে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।

যানা যায় ছাত্রটি স্থানীয় থানা এলাকার বাবুইজোড় হাইস্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তার বড়রা হাইস্কুলে সেন্টার পড়ে।পরীক্ষার্থীর নাম রাজেশ হাঁসদা। ছাত্রজীবনে দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। একটু বিলম্বিত হয়ে গেলে হয়তো আজকে তার আর পরীক্ষা দেওয়া হতো না।

কিন্তু ঠিক সেই মুহুর্তে কাঁকরতলা থানার পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করে নেওয়ায় পরীক্ষার্থীর আর কোন দিকে অসুবিধার সম্মুখীন হতে হয়নি।কাঁকরতলা থানার পুলিশের এহেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় অভিভাবক সহ এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানান।

Birbhum

Mar 14 2023, 11:44

বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জল ও কলম বিতরণ,নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে


বীরভূম:- আজ মঙ্গলবার থেকে ২০২৩ বর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু।খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে দুরদুরান্ত থেকে আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে জল ও কলম বিতরণ করা হয় দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে।

এদিন জলের বোতল ও কলম বিতরণ স্থলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সহ সভাপতি নৃপেন্দ্রনাথ সৌ,দুবরাজপুর বিধানসভা কেন্দ্র শিক্ষাসেল এর কনভেনর বুদ্ধদেব চক্রবর্তী, ব্লক কো কনভেনার প্রদীপ রুই দাস, জেলা পরিষদ দুই এর সভাপতি রথিলাল সিংহ,যুব মোর্চার সভাপতি হেমন্ত ভান্ডারী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কর্মীবৃন্দ।

Birbhum

Mar 13 2023, 19:21

১০ দফা দাবিতে ভারতীয় জনতা কিষান মোর্চার ডেপুটেশন,খয়রাশোল কৃষি আধিকারিকের কাছে


বীরভূম:খয়রাশোল ব্লকের কৃষকরা বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত।আগামীদিনে যাতে কৃষকরা সমস্ত রকমের কৃষি সংক্রান্ত সুযোগ-সুবিধা পায় তার জন্য খয়রাসোল ব্লক সহ কৃষি অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করতে ভারতীয় জনতা কিষান মোর্চার পক্ষ থেকে ১০ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় সোমবার।এদিন খয়রাসোল গোষ্ঠ ডাঙাল মাঠ থেকে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল সহযোগে খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরের সামনে জমায়েত হয়।

সেখানে বিভিন্ন দাবি গুলি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।এদিন দাবি সমূহের মধ্যে ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধুর সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। শস্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোর নির্মাণ।কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে ক্রয়ের ব্যবস্থা গ্রহণ। নদী থেকে বালি উত্তোলনের ফলে কৃষি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে তার ব্যবস্থা গ্রহণ। কয়লা ডাস্ট এর ফলে কৃষি জমি নষ্ট হচ্ছে তার ব্যবস্থা গ্রহণ সহ মোট ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় খয়রাসোল ব্লক সহ কৃষি অধিকর্তার কাছে।ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজ্য কৃষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং সাধারন সম্পাদক অরূপ পূলক চৌধুরী, কৃষান মোর্চার জেলা সভাপতি বাবন ঘোষ,বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী,শ্যাম সুন্দর গড়াই,সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ, বিধানসভার কনভেনার সুকমার নন্দী, ব্লক কনভেনর মন্তিরাম ঘোষ, কো কনভেনর প্রদীপ রুই দাস প্রমুখ নেতৃত্ব।

Birbhum

Mar 13 2023, 17:47

পঞ্চায়েতের সাথে স্বেচ্ছাসেবী সংস্থার সমন্বয় সাধনের আলোচনা সভা, লোকপুরে


বীরভূম:- ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় নেটজ বাংলাদেশ ও বি এম জেড এর অর্থ সাহায্যে মর্যাদা প্রকল্পে বীরভূম জেলার খয়রাসোল ব্লকের লোকপুর পঞ্চায়েতের তিনটি গ্রামে অতিদরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে কাজ চলছে। দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন ধরনের কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করে কাজ চলছে।

সেইসমস্ত গ্রামের উপকার ভোগী এবং গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য স্টাফদের নিয়ে সমন্বয় সাধনের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার লোকপুর পঞ্চায়েতের সভাকক্ষে। উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের মহম্মদবাজার ইউনিট ম্যানেজার রীতা ভান্ডারী স্লাইডশোর মাধ্যমে সংগঠনের পরিচিত সহ দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন পদক্ষেপের বা কর্মসূচির ছবি তুলে ধরেন উপস্থিত সকলের সামনে।

পাশাপাশি পঞ্চায়েতের পক্ষ থেকে ও উন্নয়নের লক্ষ্যে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন লোকপুর পঞ্চায়েতের প্রধান টুকুরানী মন্ডল, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সুজিত পাল সহ অন্যান্য সহকর্মীবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন সংগঠনের রাজনগর প্রকল্পের ইউনিট ম্যানেজার কাকন রুজ।